সবাই ভাবে কেন তোর বর তো ছুটিতে বাড়ি আসছে এবার হয়তো সুখবর পাবো নাকি......
কিন্তু মা হওয়ার জন্যও একটা নিদিষ্ট সময় লাগে মন চাইলেই যে আজকে আমি মা হয়ে যাবো বা এই মাসে বর বাড়িতে আসছে মাত্র ২৮ দিনের ছুটিতে এখন হয়ে যাবো এমনটা হয়না 😔
সবাই ভাবে হাসব্যান্ড ছুটিতে আসছে তবু কেন বাচ্চা হয়না তাহলে নিশ্চই মেয়েটার মধ্যে কোনো খুঁত আছে, আর যারা এই সব বলে তারাও কিন্তু এক /দুই বাচ্চার মা আর তারা যে কি ভাবে এসব কথা শুনায় বুঝিনা আমি।ওদের কি সময় ছাড়াই বাচ্চা হয়ে গেছে বুঝিনা বা প্রতিমাসে যেই দিন গুলো থাকে সেই দিন ছাড়াই।
আমরা যারা সৈনিকের স্ত্রী আছি আমাদের হাসব্যান্ড রা বছরে মাত্র ৩মাসের মতো ছুটি পায়, আর সেই ছুটিটা নিজেদের ইচ্ছে মতোও হয়না 😢
যখন একটা মেয়ে মা হওয়ার জন্য প্রতিমাসে জন্য নিদিষ্ট কয়েকটা দিনের ব্যাবধানে থাকে তখনি হাসব্যান্ড ছুটি পায়না হয়না সেই ছুটি আগেও পেয়ে যায় আবার পরেও হয়ে যায়।
সেই সময় টাই নিজেদের হাতে থাকেনা 😢
আর আমাদের সবথেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় ঠিক আছে এই মাসে হলোনা তো কি হয়েছে পরের মাসে চেষ্টা করবো বা তারও পরের মাসে চেষ্টা করবো হয়ে যাবে 😭😢
আর আমাদের সেটাই হয়না আমাদের হাসব্যান্ড রা একমাস পড়ে পড়ে বাড়ি আসতে পারেনা ৬/৭মাস পর পর বাড়ি আসে একবার তো আমার হাসব্যান্ড ১০ মাস পর বাড়ি আসছিলো তবু মাত্র ১০ দিনের জন্য 😢
সেই কষ্ট গুলো কেউ দেখবে না আর বুঝারো চেষ্টা করবে না কিন্তু কথা শোনানোর জন্য সবার আগে চলে আসবে।
বাড়ি বয়ে এসে বাড়িতে কথা শুনিয়ে যাবে 😔
৫ বছর হয়ে গেলো বিয়ে হয়েছে ঐ তো ওদের তোমার কত পড়ে বিয়ে হয়েছে বাচ্চা হয়ে গেছে, এতো দিনে বাচ্চা হয়ে গেলে স্কুলে ভর্তি হয়ে যেত, তোমার কেন হয়না, তার পর কানাঘোষা শুরু ওর বউ এর বাচ্চা হবেনা শরীর বেঁধে গেছে মোটা হয়ে গেছে, যতই ডাক্তার দেখাক ওর আর বাচ্চা হবেনা 😭😢
তোমাদের এই সব কথা সেই মেয়েটাকে কতোটা কষ্ট দেয় তোমরা বুঝো
সেই মেয়েটাও কিন্তু মা হতে চায় কিন্তু হতে পারছেনা বলে ভিতরে ভিতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আর তার পর তোমাদের সেই কথা অন্তত সান্তনা না দিতে পারো তবু এই সব কথা বলে কোনো মেয়েকে কষ্ট দিওনা কারণ সে এমনিতেই অনেক কষ্টে আছে, তার পর তোমাদের সেই কথা সইতে পারেনা 😭😢
আর আমাদের কপাল তা এতোটাই খারাপ হয় ডাক্তার রা বলে চিন্তা করোনা ঠিক হয়ে যাবে কিন্তু তোমরা দুজন এক সঙ্গে থাকো, আর সেটাই আমাদের হয়না। আমাদের হাসব্যান্ড রা এমন জায়গায় ডিউটি করে আমাদের যে সঙ্গে নিয়ে থাকবে সেই ব্যবস্থাও থাকেনা🥲😌
যাইহোক আমি বিয়ের 2বছর 2মাস পর মা হয়েছি। আমাকে অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে। কিছু মানুষ নিজেদের দিকটা দেখে অন্যের দিকটা বিচার করে সেইসব নিয়ে মন খারাপ করো না 🥰
যারা মা হতে চাইছো আমি একটাই কথা বললো কারো কথা শুনবেনা, ভগবানের উপরে ভরসা রেখো আর মনে দুর্বলতা এনোনা সব ঠিক হয়ে যাবে ❤️
লেখা সংগৃহীত পোস্টটা পড়ে ভীষণ ভালো লাগলো তাই তোমাদের কাছে তুলে ধরলাম।
#army #armylover #photochallenge #photographychallenge #photographychallengechallenge #photographychallengeraphychallenge #photographychallengechallengeraphychallengechallenge #reelschallengereelschallenge #followerseveryone #viralpost2025
একটি মন্তব্য পোস্ট করুন