no fucking license
Bookmark

প্রসঙ্গ ভারতে মুসলমানদের গোমাংস ভক্ষণ; চোরের মায়ের বড় গলা

প্রসঙ্গ ভারতে মুসলমানদের গোমাংস ভক্ষণ:--
চোরের মায়ের বড় গলা।
 
লিখেছেন জনাব আব্দুল মাতিন সাহেব
সম্পাদক অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত 

গরু রক্ষার অজুহাতে সারা ভারত জুড়ে BJP RSS নির্দোষ ও নিরিহ মানুষের উপর নির্যাতন চালিয়ে হিন্দু ভাইদের সেন্টিমেন্ট মুসলিম বিরোধী করে তোলার কাজে ব্যস্ত । গরু বাঁচাও সাইন বোর্ডের আড়ালে কিভাবে মুসলিম হত্যা ও গরুর গোস্ত বিদেশে পাচার করা হচ্ছে ভাবলে অবাক হতে হয়।

ভারতবর্ষের সবচেয়ে বড়ো বিফ এক্সপোর্ট কোম্পানীর নাম—'অাল কবীর' যারা সৌদি অারব ছাড়া ও বিশ্বের বিভিন্ন দেশে 'বিফ' রপ্তানী করে৷ এই কোম্পানীর মালিকের নাম কি জানেন? এই কোম্পানীর মালিকের নাম সতীশ সাবরওয়াল ।

ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বিফ এক্সপোর্ট কোম্পানীর নাম 'অারাবিয়ান এক্সপোর্টার' জানেন এই কোম্পানীর মালিক কে? এই কোম্পানীর মালিকের নাম সুনীল কাপুর ।

ভারতের তৃতীয় বৃহত্তম বিফ এক্সপোর্টার 'এম কে অার এক্সপোর্টস' জানেন এই কোম্পানীর মালিকের নাম? জানেন না, জেনে নিন এর মালিক 'মদন এবট'৷

'অাল দুয়া' হলো অন্যতম বিখ্যাত অার্ন্তজাতিক বিফ এক্সপোর্টার৷ জানেন এই কোম্পানীর মালিক বিজেপির বিধায়ক মিঃ এস সোম৷ অারো মজার বিষয় হলো এই সোমবাবুই বিজেপির হয়ে এন্টি বিফ ক্যাম্পেইনিং করেছেন৷এই 'অাল দুয়া' বিফ এক্সপোর্ট কোম্পানীর অারো দুজন মালিক অাছেন৷একজন মিঃ রাওয়াত অন্যজন হলেন 'মইন কুরেশি', মনে পড়েছে এই মইন কুরেশির পিছনে কিভাবে মিডিয়া অার বিজেপি (বিরোধী থাকাকালীন) হাত ধুয়ে পিছু পড়েছিলো? একটি কোম্পানীর তিনজন মালিক৷ অথচ শায়েস্তা শুধু মইনকে!

বিশ্বের ৩৫ টি দেশে 'বিফ' রপ্তানীকারক বিখ্যাত কোম্পানী 'অাল-নুর' এর মালিকের নাম জানেন? স্বাভাবিকভাবে জানেন না৷ অামি বলছি শুনুন অাল নুরের মালিক হচ্ছে সুনীল সুদ৷ এরা সবাই হিন্দু।

পি এম এল ইন্ডাষ্ট্রীজ প্রাইভেট লিমিটেড ও একটি বৃহত্তম বিফ এক্সপোর্টির কোম্পানী যার মালিক এ এস বিন্দ্রা৷

শুধু তাই নই, ভারতবর্ষের সবচেয়ে বড়ো দশটি 'গোমাংস রপ্তানীকারক' কোম্পানীর মালিক হচ্ছে 'হিন্দু'৷

পরিসংখ্যান বলছে ২০১৫ এবং ২০১৬ সালে ভারতবর্ষ পৃথিবীরে সেরা বিফ এক্সপোর্টার হিসাবে স্বীকৃতি পেয়েছে৷বিশ্বের ২০% এর বেশি বিফ এক্সপোর্ট করেছে ভারতবর্ষ, ২০১৫-২০১৬ অার্থিক বর্ষে ভারতবর্ষের হ্যাঁ কোম্পানীর নয় ভারতবর্ষের অায় হয়েছে ২৬,৬৮২ কোটি টাকা, ভাবতে পারেন!

চলুন ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে যখন ভারতবর্ষে বিফ ব্যান্ড ছিলো তখন বিশ্বের এক নম্বার বিফ রপ্তানীকারক দেশও ভারতবর্ষ ছিলো। ====================== 
সুতরাং RSS এর মুখ বিজেপির মেকি দেশপ্রেমের জিগির থেকে সাবধান!!!(collected)
একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন